Barak UpdatesHappeningsBreaking News
খোল-করতাল নিয়ে শিলচরে ইসকনের মিছিল, বিক্ষোভ
ওয়েটুবরাক, ১৯ অক্টোবরঃ ভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত হল শিলচরে। মঙ্গলবার খোল-করতাল নিয়ে মিছিল বের করে ইসকনের শিষ্য-শুভাকাঙ্ক্ষীরা।ছিলেন সাধু-সন্ন্যাসীরাও।
গত শুক্রবার বাংলাদেশের নোয়াখালির ইসকন মন্দির, কুমিল্লা, চট্টগ্রাম ইত্যাদি অঞ্চলে দুর্গামণ্ডপ ভাঙা সহ অন্যান্য মন্দিরে ভাভচুর, অগ্নিসংযোগ, ইসকনের ভক্তদের মারধর ও পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এ দিন শিলচর শহরে এই মিছিলের আয়োজন করে ইসকন। অম্বিকাপট্টি মন্দির থেকে মিছিল বের হয়ে গান-কীর্তনে তারা শহর পরিক্রমা করে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে। বার বার আওয়াজ ওঠে, হরে কৃষ্ণ।
সেখানে বক্তারা বলেন, যে ভাবে বাংলাদেশে মন্দির-মসজিদ ভাঙা হয়েছে, মানুষদের খুন-জখম করা হয়েছে, তা কোনও ধর্মপ্রাণ মানুষ করতে পারে না। এরা ধর্মের নামে দুর্বৃত্তপনাই করেছে। মানবসমাজে উচ্ছৃঙ্খলতা ডেকে এনেছে। তাঁদের কথায়, ধর্ম একসাথে মিলেমিশে থাকা শেখায়। ফলে কোনও ধর্মবিশ্বাসী মানুষ অপরের উপাসনাস্থলে এমন হামলা করতে পারে না।