NE UpdatesSports
খেলো ইন্ডিয়ার টেবিল-টপ ত্রিপুরার প্রিয়ঙ্কা
১১ জানুয়ারি: খেলো ইন্ডিয়ার দ্বিতীয় দিনেও সোনা কুড়োলেন ত্রিপুরার প্রিয়ঙ্কা দাশগুপ্ত৷ শুক্রবার প্রথম দিনেই তিনটি স্বর্ণপদক লাভ করেছিলেন দীপা কর্মকারের শহরের মেয়েটি৷ শনিবার তা চারে পৌঁছায়৷ পদকতালিকায় তাঁর পেছনে রয়েছেন মহারাষ্ট্রের অস্মি অঙ্কুশ বাদাড়ে ও উত্তরপ্রদেশের যতীনকুমার কানোজিয়া৷ তারা দুইজনই তিনটি করে সোনা জিতেছেন৷
অসমের উপাসা তালুকদার দ্বিতীয় দিনে দুটি পদক জিতে নেন৷ রুপা ও ব্রোঞ্জ একটি করে৷ রিদমিক বল ইভেন্টে রৌপ্যপদক পান তিনি৷
তবে রাজ্য হিসেবে পদক তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র৷ ৭টি সোনা, ৮টি রুপা ও ১২টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৭টি পদক জিতেছে এরা৷ ৬টি সোনা, ৩টি রুপা ও ৩টি ব্রোঞ্জপদক জিতে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে৷ ৫টি সোনা জেতায় দিল্লি তৃতীয়৷ এদের ঝুলিতে গিয়েছে ১টি রুপা ও ৬টি ব্রোঞ্জ৷ ৪টি করে সোনা জিতলেও গুজরাট চতুর্থ, ত্রিপুরা পঞ্চম৷ গুজরাট ৪টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জ নিজেদের ঝুলিতে পুরেছে৷ অন্যদিকে প্রিয়ঙ্কার ৪ স্বর্ণপদক ছাড়া ত্রিপুরা জিতেছে শুধুই একটি রুপা৷