Barak UpdatesHappeningsBreaking News

খুলিছড়ায় করোনা আক্রান্ত মৃতদেহ সৎকারে বাধা, শেষে পোড়ানো হল শিলচরে

১ আগস্ট: ধলাইর খুলিছড়া বাজারে তুলকালাম কাণ্ড ঘটে গেল বৃহস্পতিবার গভীর রাতে৷ করোনায় আক্রান্ত হয়ে মৃত মৌসুমী চন্দ চৌধুরীর দেহ নিয়ে এগোতে দিল না স্থানীয় জনতা৷ শববাহী গাড়ি আটকে দেন তাঁরা৷ একসময় ঢিলও পড়ে৷ তাতে সার্কল অফিসার সুদীপ নাথের গাড়ির কাচ ভাঙে৷ রাত ১২টাতেও হাজার খানেক জনতা রাস্তায়৷ লাঠি হাতে দাঁড়িয়ে পড়েন প্রচুর মহিলা, যুবক৷ গাছ ফেলে রাখা হয় রাস্তায়৷ পরে শববাহী গাড়ি ঘুরিয়ে শিলচরে এনে শেষকৃত্য করা হয়৷ সেখানেও সমস্যা দেয়৷ তা অবশ্য অন্য ধরনের৷ কারা শেষকৃত্য করবেন৷ পরে চার আপদমিত্র এসে তা সমাধা করেন৷ হিন্দু তরুণীর শেষকৃত্যে এগিয়ে আসেন ভিনধর্মী তিন আপদমিত্র৷ অশোককুমার নাথের সঙ্গে এলেন রশিদ আহমেদ মজুমদার, সাহিদ আহমেদ মজুমদার ও হজবুল আহমেদ চৌধুরী৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker