NE UpdatesHappeningsBreaking News
ক্যাবিনেট মর্যাদার পদে ইস্তফা রাজেন গোঁহাইর
গুয়াহাটি, ১৮ আগস্ট : রাজ্য বিজেপিতে একপ্রকার কোণঠাসা হয়ে পড়া পুরনো শক্তি এ বার জেগে উঠেছে। দলের প্রবীণ নেতা সিদ্ধার্থ ভট্টাচার্যের পর প্রাক্তন সাংসদ রাজেন গোঁহাই নব্য বিজেপিদের বিরুদ্ধে বিষোদগার করেছেন। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করে রাজেন গোঁহাই রাজ্য সরকারের খাদ্য ও অসামরিক সরবরাহ নিগমের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন।
মুখ্যমন্ত্রী দিল্লি ভ্রমণে থাকায় রাজেন গোঁহাই এ দিন মুখ্যমন্ত্রীর সচিবালয়ে গিয়ে ক্যাবিনেট মর্যাদা সম্পন্ন এই পদের পদত্যাগপত্র দাখিল করেছেন। তবে তিনি বিজেপির সদস্যপদ ত্যাগ করেননি। পদত্যাগ পত্র দাখিল করে বিজেপির প্রবীণ এই নেতা জানান, এই ক্যাবিনেট মর্যাদা ত্যাগের প্রধান কারণ হচ্ছে বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণ এবং নগাঁও লোকসভা কেন্দ্র গঠনের ধরন। নগাঁও কেন্দ্রটি মুসলিম সম্প্রদায়কে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাজেন গোঁহাই। এর পাশাপাশি এই ডিলিমিটেশন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বের ওপর প্রশ্ন তুলে রাজেন গোঁহাই বলেছেন, “মুখ্যমন্ত্রীর নেতৃত্বের ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধুমাত্র মিঁয়া ভোট লাগে না বললেই কট্টর হিন্দুত্ববাদী বোঝায় না। কেন আজমল সাহেবের হাতে কেন্দ্র তুলে দেওয়া হল তা আমি বুঝতে পারিনি।”
চিঠিতে রাজেন গোঁহাই আরও উল্লেখ করেছেন, ”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমি আমার উদ্বেগ ও মতামত জানিয়েছিলাম। তিনি আমাকে বিষয়টির উপর পরামর্শ লিখিতভাবে দেওয়ার জন্য বলেন। আমি তা দিয়েছিলামও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর কোনও ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। আমার মত একজন প্রবীণ সদস্যকে অবজ্ঞা করে দলে নিজের সুবিধার জন্য দলীয় নেতারা আমার কথা শোনেননি। এতে আমি যথেষ্ট অসম্মানবোধ করেছি। নগাঁও লোকসভা কেন্দ্রের প্রতিনিধি হিসেবে আমি চারটি কার্যকালের জন্য দায়িত্ব সামলেছি। ফলে এক্ষেত্রে আমার অভিজ্ঞতার জন্য আমাকে আস্থায় নেওয়া উচিত ছিল।”