Barak UpdatesHappenings
কোভিড সচেতনতায় তৎপর হাইলাকান্দি রোটারি পরিবার, বিধি মেনে চলার আহ্বান
ওয়েটুবরাক, ১৭ মেঃ এক নিরন্তর মারণব্যাধি ভাইরাস সর্বত্র উন্মুক্ত হয়ে নাগরিক জীবন দুর্বিষহ করে তুলেছে। গত এক বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে জনগণের অবস্থা বেহাল। সরকার সহ বিভিন্ন সংস্থা, ব্যক্তি সবাই নিজেদের মত করে জনসচেতনতা গড়ে তুলতে তৎপর রয়েছেন। এতে সামিল রয়েছে রোটারি ক্লাবও। এক বছর যাবৎ রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০-এর অন্তর্গত প্রতিটি ক্লাব ভারত সরকার কিংবা রাজ্য সরকারের তহবিলে আর্থিক সাহায্য করার পাশাপাশি বিভিন্ন ক্লাব স্থানীয় ভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
তাছাড়া করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর শুভাশিস চ্যাটার্জি প্রত্যেক ক্লাবকে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করার প্রস্তাব দিলে তাতে সাড়া দেন বরাক উপত্যকার রোটারিয়ান-রাও। হাইলাকান্দি ক্লাবের সভাপতি শংকর চৌধুরী জানান, ইতিমধ্যে হাইলাকান্দি সহ বরাক উপত্যকার বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ জনসচেতনতা গড়ে তুলতে ডিস্ট্রিক্ট ৩২৪০ এর পক্ষ থেকে জারি করা প্রচারমূলক ব্যানার-ফেস্টুন ইত্যাদি বিভিন্ন স্থানে লাগিয়ে জনসচেতনতা বৃদ্ধি করার কাজে ব্রতী রয়েছেন। পাশাপাশি পিপিই কিট প্রদান, খাদ্য সামগ্রী প্রদান সহ কোভিড ভ্যাকসিন কেন্দ্রে শ্রমদানও করছেন।
হাইলাকান্দি জেলাতেও জনসচেতনতা মূলক কার্যসূচি গ্রহণ করা সহ টিকাকেন্দ্রগুলিতে স্বেচ্ছসেবকের ভূমিকা পালন করছেন রোটারিয়ানরা।
হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকেও জনসাধারণকে সরকারি নির্দেশনাগুলো মেনে চলতে, মাস্ক পরিধান করতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং টিকা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।