Barak UpdatesHappenings

কোভিড টেস্ট: সরকার সায় দিলেও নার্সিং হোম বলছে, সম্ভব নয়

৯ অগস্ট: বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে কোভিড টেস্ট চালু হোক৷ দাবিটি প্রথম তুলেছিলেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব৷ জেলাশাসককে স্মারকলিপিও দেন৷ পরে একই দাবি করে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ এবং নাগরিক অধিকার রক্ষা সমিতি৷ তাঁদের বক্তব্য, সরকারি হাসপাতালে কোভিডের চিকিৎসা হয় বলে সাধারণ মানুষ এখন অসুস্থ হলে নার্সিং হোমেই যেতে চান৷ কিন্তু বেসরকারি হাসপাতালগুলির নিয়ম, যে সমস্যাই হোক, আগে কোভিড টেস্ট চাই৷ সে জন্য রোগীকে নিয়ে সরকারি হাসপাতাল বা স্ক্রিনিং সেন্টারেই ছুটতে হয়৷ রোগীদের নিয়ে এমন টানাহ্যাঁচড়ায় সমস্যা আরও বাড়ে৷ এ ছাড়া, রিপোর্ট পেতে বিলম্বের জন্যও অনেকে বিপাকে পড়েন৷

কাছাড় জেলা প্রশাসন তাদের এই যুক্তি মেনে নেয়৷ এই সপ্তাহেই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলি থেকে দুইজন করে কর্মী নিয়ে প্রশিক্ষণ দেয়৷ এখন বেঁকে বসেছেন নার্সিং হোম মালিকরা৷ সকলের এক কথা, নির্দেশিকায় যে পরিকাঠামোর কথা বলা হয়েছে, তা এখানে কারও নেই৷ শুধু কোভিড পরীক্ষার জন্য তিনটি পৃথক রুম চাই৷ আবার প্রবেশ-প্রস্থান পৃথক দরজায়— এতসব ব্যবস্থা করা সম্ভব নয়৷

রাজ্যের পরিবেশ মন্ত্রী তথা শিলচর মেডিক্যাল কলেজের চেয়ারম্যান পরিমল শুক্লবৈদ্য বলেন, নার্সিং হোমে টেস্ট হলে তো খুব ভাল৷ কোভিড স্ক্রিনিং সেন্টারগুলিতে চাপ কমবে৷ কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান জানান, ইচ্ছে করলেই সরকারি নির্দেশিকা মেনে নার্সিং হোমগুলি কোভিড টেস্ট শুরু করতে পারে৷ তবে সে জন্য বাড়তি কোনও ফি নেওয়া যাবে না৷ অধিকাংশ নার্সিং হোমেরই সে ইচ্ছে যে নেই, তা অবশ্য খোলামেলাই জানিয়ে দিয়েছেন তাঁরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker