NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

কোভিড কালে প্রতিবন্ধীদের সহায়তায় প্রচারে নামল সক্ষম

ওয়েটুবরাক, ২৫ জুলাই : কোভিডের সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জ এবং সমস্যাগুলির কথা মাথায় রেখে অসমে ‘সক্ষম কোভিড সেবা নিধি’ প্রচার শুরু হয়েছে। গতকাল ২৪ জুলাই গুরুপূর্ণিমার দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য দিলীপ শইকিয়া ।

উত্তর আসাম চাপ্টারের যুগ্মসচিব ডাঃ অরূপ জ্যোতি কলিতার প্রারম্ভিক বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে জাতীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সুকুমার বলেন, সক্ষম সফলভাবে চিকিৎসা সহায়তা, অ্যাম্বুলেন্স পরিষেবা, খাদ্য সামগ্রী সরবরাহ, টিকা ক্যাম্পের আয়োজন ইত্যাদির মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে । অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে তাদের আসাম চাপ্টার দিব্যাঙ্গজনদের আরও ত্রাণ সরবরাহের জন্য নিজেদের প্রস্তুত করছে । এরই অঙ্গ হিসাবে কোভিড সেবা নিধির প্রচার শুরু হল । অসমের বিশিষ্ট সংগীতশিল্পী দীক্ষু শর্মা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হন৷ তিনি বলেন, বিশেষভাবে সক্ষম লোকেরা আমাদের সমাজের বৃহৎ অংশ৷ তাঁরা সৃজনশীল, উৎপাদনশীলও ।

সাংসদ দিলীপ শইকিয়ার কথায়, শারীরিক বা মানসিক, প্রতিবন্ধকতা একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু৷ সমাজের প্রতিটি মানুষের তাঁদের দিকে দৃষ্টি দেওয়া দরকার । বর্তমান সরকার দিব্যাঙ্গজনের কল্যাণে প্রচুর পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে ।গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই কোভিডের সময় দিব্যাঙ্গজনদের কীভাবে সহায়তা করতে পারে সে সম্পর্কে বক্তব্য রাখেন স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিন ড. রঞ্জন কাকতা । সক্ষম দক্ষিণ অসমের সচিব মিঠুন রায় কোভিড সময়ে অক্ষমদের জন্য সক্ষমের নেওয়া কার্যসূচি সম্পর্কে অবহিত করেন৷ বক্তব্য রাখেন উত্তর আসামের সম্পাদক মনুজ তামুলিও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker