Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
কেরলে খুন স্বামী, অভিযুক্ত স্ত্রী গ্রেফতার কাছাড়ে
ওয়ে টু বরাক, ১৪ অক্টোবর : কেরলে নৃশংস হত্যার বলি অসমের এক ব্যক্তি। মৃত ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্ত্রীকে সোমবার কাছাড় জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। অসম পুলিশের সহায়তায় কেরল পুলিশ এদিন এই মহিলাকে গ্রেফতার করে।
জানা গেছে, নগাঁওয়ের মৈরাবাড়ির বাবুল হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী কর্মসূত্রের দীর্ঘদিন থেকে কেরলের এর্নাকুলাম জেলায় ছিলেন। এদিকে বাবুল হোসেনের প্রথম স্ত্রী কে নিয়ে বাবুল ও তার দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। গত ১ অক্টোবর কোন একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। এই বিবাদের পরিণতিতে ভাড়া ঘরের ভেতরেই স্ত্রীর হাতে মৃত্যু হয় বাবুলের। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় পত্নী প্রথমে ধারালো অস্ত্র দিয়ে বাবুলকে আক্রমণ করে এবং পরে তার দেহে এসিড নিক্ষেপ করে। এই হত্যাকান্ডের পর স্ত্রী কেরল থেকে পালিয়ে কাছার জেলার ভাগা বাজার এলাকায় এসে আত্মগোপন করে। এই হত্যাকাণ্ডে মহিলার এক বোনও জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে কাছাড়ে পালিয়ে আসার পর ভাগা বাজারের এক ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজে লেগে যায় ওই মহিলা। অন্যদিকে ভাড়া ঘর থেকে বাবুলের মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে কেরল পুলিশ। এই তদন্তের সময়ই কেরল পুলিশ অভিযুক্ত মহিলা কাছাড় জেলার ভাগা বাজারে আত্মগোপন করে রয়েছে বলে তথ্য লাভ করে। সেই তথ্যের উপর নির্ভর করেই এরা রবিবার কাছাড়ে এসে হাজির হয়। কাছাড় পুলিশের সহায়তায় তারা ভাগা বাজারে অভিযান চালায়। শেষমেশ ওই মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে। জানা গেছে, গ্রেফতারের পর মহিলাকে কেরলে নিয়ে যাওয়া হয়েছে।