Barak UpdatesHappeningsBreaking News

কৃষক হত্যার প্রতিবাদে সরব শিলচর

ওয়েটুবরাক, 5 অক্টোবরঃ উত্তরপ্রদেশের লখিমপুরে আন্দোলনরত কৃষকদের ওপর মন্ত্রীপুত্রের গাড়িচালনা এবং চার কৃষককে হত্যার প্রতিবাদে সরব হয়েছে শিলচর৷ আজ মঙ্গলবার একদিকে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদী কার্যসূচি পালন করে শিলচর জেলা কংগ্রেস কমিটি, অন্যদিকে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এসইউসিআই৷ এসইউসিআই মূলত  কৃষক হত্যার প্রতিবাদেই রাস্তায় নামে, কংগ্রেসের আন্দোলনে বেশি গুরুত্ব পায় লখিমপুরে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখার ঘটনা৷

ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সমবেত হয়ে জেলা কংগ্রেস কর্মীরা বিজেপি সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু আওয়াজ তোলেন৷ জেলা সভাপতি প্রদীপকুমার দে, রাজ্য সম্পাদক সঞ্জীব রায়, প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক, প্রাক্তন ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান জালালউদ্দিন মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন৷ তাঁরা বলেন, বছরের বেশি সময় ধরে কৃষকরা পথে বসে আন্দোলন করছেন৷ সরকার কৃষকদের সমস্যা সমাধানের পথে না গিয়ে তাদের ওপর নানা ভাবে দমনপীড়ন করে চলেছে৷ সর্বশেষ ঘটনাটি ঘটে গত 3 অক্টোবর৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেন৷ তাতে চারজন কৃষক প্রাণ হারান৷ জখম হয়েছেন প্রচুর মানুষ৷ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন৷ পুলিশ তাকে আটকে রাখেন৷ একে গণতন্ত্রের ওপর চরম আঘাত বলে বর্ণনা করেন তাঁরা৷

অন্যদিকে এসইউসিআই-র বিক্ষোভে বক্তব্য রাখেন জেলা সম্পাদক ভবতোষ রায়, নকুল পাল, দুলালী গাঙ্গুলি, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ৷ তাঁরা মন্ত্রীপুত্রের কাজের নিন্দায় সোচ্চার হন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker