India & World UpdatesHappeningsBreaking News
কুশিয়ারায় বিসর্জনে দুর্গামায়ের জয়ধ্বনিতে ভারত-বাংলা একাকার
ওয়েটুবরাক, ১৪ অক্টোবর : এ বারও কুশিয়ারা নদীতে প্রতিমা নিরঞ্জন করলেন দুই দেশের পুজো আয়োজকরা৷ এ পারে অসমের করিমগঞ্জ, ও পারে সিলেট জেলার জকিগঞ্জ৷ শুক্রবার দুপুর থেকেই ভিড় জমে কুশিয়ারার তীরে৷ সন্ধ্যার আগে প্রতিমা ভাসান শেষ করার নির্দেশিকা থাকায় ও পারের মূর্তিই আগে আসে৷ জকিগঞ্জের আয়োজকরা আওয়াজ তোলেন, “দুর্গা মাই কি”৷ করিমগঞ্জের ভিড় থেকে একযোগে অনেকে বলে ওঠেন, “জ…য়”৷ আবার উল্টোটাও হয়৷
নির্বিঘ্নে বিসর্জন পর্ব সম্পন্ন করার জন্য বিএসএফ-বিজিবি আগে থেকেই সতর্ক ছিল৷ সারাক্ষণ দুই দেশের সীমান্ত রক্ষীরা নিজ নিজ দেশের পতাকাশোভিত স্পিডবোটে কুশিয়ারার জলসীমান্তে টহল দেন৷ উভয় পারে মোতায়েন ছিলেন বিশাল পরিমাণে পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ান৷
জকিগঞ্জের প্রায় কুড়িটি প্রতিমা কুশিয়ারায় নিরঞ্জন করা হয়৷ নদীতীরের দর্শনার্থীদের জন্য কয়েকটি প্রতিমা নিয়ে আসা হয় নৌকো করে৷ মাঝনদীতে দেবীদর্শন করতে পারায় দুইপারের উল্লাসে তখন ভারত-বাংলা একাকার৷
করিমগঞ্জের প্রতিমার অবশ্য নদীভ্রমণ হয় না৷ শতাধিক প্রতিমার একই ঘাটে ভাসান বলে গাড়ি থেকে নামাতেই পুরসভা ও জেলা প্রশাসনের কর্মীরা মূর্তির দখল নেন৷ তাঁরাই দ্রুত মূর্তি নিয়ে কুশিয়ারায় বিসর্জন দেন৷ এ পারের দেবী ভাসতে ভাসতে এগিয়ে চলেন ও পারের দিকে৷ দুই তীরেই তখন এক সুর, আসতে বছর আবার হবে৷