NE UpdatesHappeningsBreaking News
কুমারঘাটে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলল ৫ ঘণ্টা পর
১৮ ডিসেম্বর: আগরতলাগামী রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন ত্রিপুরার কুমারঘাট স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে। তাতে অবশ্য কোনও যাত্রী বা অন্য কারও কোনও চোট লাগেনি৷ শুক্রবার বেলা পৌনে ১১টায় এই দুর্ঘটনা ঘটে৷ বেলা সাড়ে ৩টায় ওই সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷ তবে ৫ ঘণ্টা ধরে লাইন স্তব্ধ থাকায় বেশ কিছু ট্রেনকে বিভিন্ন স্টেশনে আটকে রাখতে হয়৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার শুভানন চন্দ জানিয়েছেন, আগরতলা-শিলচর প্যাসেঞ্জার স্পেশালকে নির্ধারিত সময়ে ছাড়া হয়নি৷ ট্রেনটি আগরতলা থেকে ছেড়েছে বিকাল সাড়ে তিনটায়৷ শিলচর-আগরতলা প্যাসেঞ্জার স্পেশালকে ধর্মনগরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল৷ শিয়ালদহ-আগরতলা স্পেশালকে চুরাইবাড়িতে আটকে দেওয়া হয়েছিল৷ লাইন স্বাভাবিক হওয়ার পরে এদের ছাড়া হয়৷ তবে বাতিল করা হয়েছে ধর্মনগর-আগরতলা এবং আগরতলা-ধর্মনগর শুক্রবারের ট্রেনদুটি৷
চন্দবাবু জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বদরপুর থেকে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন এবং আগরতলা থেকে মেডিক্যাল টিম ঘটনাস্থলে ছুটে যায়। আগরতলা এবং করিমগঞ্জ থেকে পদস্থ অফিসাররা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সকলের তৎপরতায় ৫ ঘণ্টার মধ্যে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, জানান চন্দবাবু৷