Barak UpdatesHappeningsBreaking News
কী বললেন হাইলাকান্দির প্রহৃত যুবক বিরাজ পাল?
ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি : সোশ্যাল মিডিয়ায় প্রহৃত যুবক নিজেকে দত্ত বলে এবং অত্যাচারীকে নজরুল বলে উল্লেখ করলেও তাদের প্রকৃত নাম ভিন্ন৷ প্রহৃত যুবক বিরাজ পাল৷ অমানবিক অত্যাচার চালিয়ে ধৃত যুবক নাজিমউদ্দিন বড়ভুইয়া৷
বিরাজ বুধবার জানিয়েছে, সে ড্রাগসে আসক্ত৷ নাজিম ড্রাগস ব্যবসায়ী, মাফিয়া৷ চার-পাঁচদিন আগে বিরাজ দুই হাজার টাকা নিয়ে নাজিমের বাড়ি গিয়েছিল ড্রাগস কিনতে৷ ওই টাকায় সে চারটি কৌটোই পাওয়ার কথা৷ নাজিম তাকে পাশের ঘরে যেখানে কৌটো সাজানো রয়েছে, সেখান থেকে চারটি নিয়ে যেতে বলে৷ সে ফাঁকা ঘর দেখে পাঁচটি নিতে চায়৷ তখনই নিজামের মা দেখে ফেলেন৷ বিরাজ একটি কৌটো তৎক্ষণাৎ ফেলে দেয়৷ পাঁচটি নিয়েছে কেন, মহিলা তাকে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে৷ পকেটে তল্লাশি চালিয়ে চারটিই মেলে৷ পরে অতিরিক্ত কৌটোটি পাওয়া গেলে নিজামরা নিশ্চিত হয়, বিরাজ পাঁচটাই নিতে চেয়েছিল৷ তাতেই জেদ চেপে যায় নিজামের৷ খবর দিতে থাকে বিরাজকে৷ এমনকী, সে দুই-তিনটি কৌটো নিয়ে বিক্রি করলে অর্ধেক টাকা পাবে, ফ্রিতে খেতে পাবে, এমন লোভও দেখায়৷ কিন্তু বিরাজের মনে সন্দেহ হয়, চুরির চেষ্টাটা নিজামরা ধরে ফেলেছে৷ এখন ডেকে নিয়ে পেটাতে চায়৷ সে তাই এড়িয়ে চলছিল৷ কিন্তু মঙ্গলবার সকালে ঘুরতে বেরোয়৷ একটি অটোয় উঠে বসে৷ অটোটি সোজা তাকে নিজামের বাড়ি নিয়ে যায়৷ পরে শুরু হয় অত্যাচার৷