NE UpdatesBarak UpdatesHappenings

কিট কম, ডিমা হাসাওয়ে স্কুল শুরু হলেও কোভিড টেস্ট হয়নি শিক্ষকদের

২৪ সেপ্টেম্বর: নির্দেশ ছিল, কোভিড টেস্ট করিয়েই শিক্ষকরা ছাত্রদের মুখোমুখি হবেন৷ কিন্তু সোমবার স্কুল খুলে গিয়েছে৷ অসমের ডিমা হাসাও জেলায় অধিকাংশ শিক্ষক জানেন না, কোভিড সংক্রমণের জায়গা থেকে তিনি কতটা নিরাপদ? পড়াতে গিয়ে তিনি ছাত্রদের কোভিড-ঝুঁকি বাড়িয়ে তুলছেন না তো!

বিতর্ক থাকলেও আসলে ওই প্রশ্ন থেকেই স্কুলে শিক্ষকদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছিল৷ ডিমা হাসাও জেলার শিক্ষকরাও নিজেদের পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য টেস্ট সেন্টারগুলিতে ছোটাছুটি করেছেন৷ শিক্ষক শুনেই ফিরিয়ে দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা৷ সকলের এককথা, “কিট কম৷ আপনাদের টেস্ট পরে একসঙ্গে করানো হবে৷” সোমবার স্কুল খোলার আগে পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি৷ শেষলগ্নে বিভাগীয় নির্দেশ আসে, আগে স্কুলে আসুন শিক্ষকরা, পরে হবে কোভিড টেস্ট৷

কিন্তু শিক্ষক থেকে যদি ছাত্রদের করোনা ছড়িয়ে পড়ে? ডিমা হাসাও জেলার বিদ্যালয় পরিদর্শক বীরেন সিং ইংতি জানান, শিক্ষকরা স্কুলে গেলেও টেস্ট ছাড়া ক্লাশ শুরু হবে না৷ সোমবার ১৩টি স্কুলে টেস্ট হয়েছে, মঙ্গলবার হল আরও ৫টি৷ এভাবেই হচ্ছে একের পর এক৷ তাঁর আশা, এক সপ্তাহের মধ্যে সমস্ত হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকদের টেস্ট সম্পন্ন হবে৷ এর পরই কোভিড বিধি মেনে আগ্রহী পড়ুয়াদের নিয়ে পুরোদমে ক্লাশ চলবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker