India & World UpdatesHappeningsBreaking News
কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে মামলার শুনানি ১১ জুলাই
ওয়েটুবরাক, ৪ জুলাই : কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে মামলার শুনানি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হতে চলেছে। আগামী ১১ জুলাই এই মামলার শুনানি। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাওয়াই এবং সূর্য কান্ত।
২০১৯ সালে কেন্দ্রের তরফে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তির ঘোষণা হয়। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত হয়েছিল। এর পর ভূস্বর্গের বিধিতে নানান রকমের পরিবর্তন এসেছে।
জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ কেড়ে নিয়ে ৩৭০ ধারা বাতিল করার কেন্দ্রের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০ টিরও বেশি পিটিশন দায়ের করা হয়েছে।আবেদনকারীদের দাবি, সিদ্ধান্ত নেওয়ার সময় সাংবিধানিক বিধান লঙ্ঘন করা হয়েছে।