India & World UpdatesHappeningsBreaking News
কাশ্মীরে সেনাবাস নদীতে, হত ছয়
ওয়েটুবরাক, ১৬ আগস্টঃ জম্মু-কাশ্মীরে নদীতে পড়ে গেল নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বাস। এতে অন্তত ৬ জওয়ানের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। বাসটিতে ৩৯ জন জওয়ান ছিলেন। তার মধ্যে ৩৭ জন ইন্দো-টিবেতান বর্ডার পুলিশের জওয়ান। দু’জন ছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক। শুরু হয়েছে উদ্ধারকাজ।
বাসটি মঙ্গলবার সকালে অমরনাথ যাত্রার ডিউটি সেরে চন্দনওয়াড়ি থেকে পহেলগাঁওয়ে দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় ব্রেক ফেল হয়। তার জেরেই নদীতে পড়ে যায় বাসটি। মৃত ছয় জনই ইন্দো-টিবেতান বাহিনীর জওয়ান। আহতদের এয়ারলিফ্টের মাধ্যমে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে শ্রীনগরে। সেখানকার আর্মি হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।
দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় অন্তত ১৯টি অ্যাম্বুল্যান্স। বিভিন্ন হাসপাতালে চিকিৎসক দলকে প্রস্তুত রাখা হয়। ছয় জওয়ানের মৃতদেহ পহেলগাঁওয়ের সিভিল হাসপাতালে রাখা হয়েছে।