Barak UpdatesHappeningsBreaking News

কাল স্কুলে এলেন, আজ পজিটিভ গভ. গার্লসের দুই শিক্ষক

ছাত্রী-শিক্ষকরা ৫ দিনের হোম কোয়রান্টিনে

২৫ সেপ্টেম্বর: কোভিডের দরুন দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার স্কুলে এলেন দুই শিক্ষক৷ সেদিনই তাঁরা বিমানে শিলচরে পৌঁছেছেন৷ একজন ফিরেছেন তেজপুর থেকে, আর একজন গুয়াহাটি থেকে৷ হাতে হোম কোয়রান্টিনের স্টাম্প মারা হলেও চলে এসেছেন জয়েনিংটা সেরে নিতে৷ অনেক দিন পরে দেখাসাক্ষাৎ, সব শিক্ষক-শিক্ষিকারাই গল্প করলেন৷ তাঁদের একজন নবম শ্রেণিতে ঢুকে ছাত্রীদের সঙ্গেও কথাবার্তা বলেন৷ ৫০ শতাংশ উপস্থিতির হিসাবে বৃহস্পতিবার যে শিক্ষকরা উপস্থিত ছিলেন, শুক্রবার তাঁদের আসার কথা নয়৷ কিন্তু ওই দুই শিক্ষকের একজন শুক্রবারও স্কুলে আসেন৷ আর তখনই স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, দুই শিক্ষকই পজিটিভ৷

অধ্যক্ষা সোমা শ্যাম জানান, সঙ্গে সঙ্গে তিনি অতিরিক্ত জেলাশাসক ও বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি জানিয়েছেন৷ বিভাগীয় নির্দেশে স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে পাঁচদিনের জন্য হোম কোয়রান্টিনে পাঠানো হয়েছে৷ অশিক্ষক কর্মীদেরও একই কথা বলা হয়েছে৷ তিনি নিজেও হোম কোয়রান্টিনে রয়েছেন বলে জানালেন অধ্যক্ষা৷ তিনি বলেন, হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে ছাত্রীদেরও জানিয়ে দেওয়া হয়েছে, দুইদিন স্কুলে এসেছে, তারা যেন পাঁচদিন ঘর থেকে না বের হয়৷

তাঁর কথায়, এ পর্যন্ত শুধু শিক্ষক বিভাস চক্রবর্তীই কাজে যোগ দেননি৷ আগামী সোমবার তাঁর যোগ দেওয়ার কথা৷ তাঁকেই পরবর্তী তিনদিন স্কুল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker