Barak UpdatesHappeningsBreaking News
বরাকে বিএসএফের দুটি সাফল্য, ৩৩০ কেজি গাঁজা বাজেয়াপ্ত, ধৃত পাঁচBSF achieves success in 2 raids, seizes 330 kg cannabis, 5 nabbed
ওয়েটুবরাক, ২৭ জুলাইঃ বরাক উপত্যকায় বিএসএফ সোমবার দুটি বড়সড় সাফল্য পেল। দুটিই রাত সাড়ে আটটা নাগাদ। একদল অভিযান চালায় করিমগঞ্জ টোল গেটের সামনে। অন্যদল অপেক্ষা করছিল কাটিগড়ার কাতিরাইলে। দুই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ৩৩০ কেজি গাঁজা।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিএসএফের একটি দল করিমগঞ্জ টোল গেটের সামনে অপেক্ষা করছিল। ত্রিপুরার রেজিস্ট্রেশন নম্বর যুক্ত একটি সাদা রঙের মারুতি সুজুকি কার সেখানে পৌঁছালে তাঁরা একে থামান। ভেতরে চার যুবক বসা ছিল। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে মোট ৬৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গাড়ির ভেতরে বিভিন্ন জায়গায় সেগুলি লুকিয়ে রাখা ছিল। গাড়িসুদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ৪ যুবককে করিমগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হল মাণিক মিয়া (২২), আমিনুল ইসলাম (২১), ইমান হোসেন (৩০) এবং ধনঞ্জয় দাস (৩৮)। ধনঞ্জয় গাড়িচালক। চারজনেরই বাড়ি ত্রিপুরার সোনামুড়ায়।
দ্বিতীয় সাফল্যটি আসে রেভেন্যু ইন্টেলিজেন্সকে সঙ্গে নিয়ে। ত্রিপুরা থেকে আসা পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশন নম্বর যুক্ত লরিকে কাতিরাইলে আটকানো হয়। রাতের অন্ধকারের সুযোগে গাড়িচালক পালিয়ে যায়। সহকারী চালক গৌরব কুমারকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বিহারের মাগডুমা এলাকায়। মাহিন্দ্রা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট ৩০ প্যাকেটে ২৭০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে তারা।