Barak UpdatesHappeningsBreaking News
কাল শিলচরেও কৃষক ধর্না
১৩ ডিসেম্বর: তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ১৪ ডিসেম্বর শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশেও ধর্নায় বসবেন কৃষকরা৷ এই কর্মসূচিতে যোগ দিতে সবাইকে আবেদন জানিয়েছে অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজদুর সংগঠনের কাছাড় জেলা কমিটি ৷ জেলা সভাপতি শ্যামদেও কুর্মী বলেন, দিল্লির রাজপথ এখন কৃষকদের স্লোগানে মুখরিত৷ কৃষক সমাবেশের ধাক্কায় দিল্লি প্রায় অবরুদ্ধ। বিজেপি সরকারের পুলিশ কাঁদানো গ্যাস, জল কামান বা লোহার ব্যারিকেড দিয়েও তাদের আটকাতে পারেনি।
তিনি এও বলেন, এই আন্দোলন শুধু কৃষকের স্বার্থে নয়, সকলের স্বার্থে৷ মুষ্টিমেয় কর্পোরেট মালিকদের বাদ দিলে সমাজের সমস্ত অংশের মানুষই এই আইনের দ্বারা ক্ষতিগ্ৰস্ত হবে। তাই ইতিমধ্যেই হতদরিদ্র মানুষ থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলা, বিভিন্ন পেশার মানুষ রাস্তায় নেমেছে, সেলিব্রেটিরা পদক ফিরিয়ে দিচ্ছেন। আন্দোলনের নেতৃত্বকারী মঞ্চের আহ্বানে গত ৮ ডিসেম্বর ভারত বনধ্কে স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মক সফল করার মধ্য দিয়ে আপামর জনসাধারণের সমর্থন বলিষ্ঠভাবে ব্যক্ত হয়েছে। তিনি বলেন, তাঁরা শুরু থেকে এই আন্দোলনে জড়িত রয়েছেন৷ সংগঠনের কর্মীরা শুধু দিল্লিতে নন, সারা দেশের প্রান্তে প্রান্তে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন । এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েই ১৪ ডিসেম্বর কাছাড় জেলার বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে ধর্না কর্মসূচি৷