Barak UpdatesHappeningsBreaking News
কাল করিমগঞ্জেও বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন
২৫ সেপ্টেম্বর: বিদ্যাসাগরের দুশোতম জন্মবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন সমিতি, করিমগঞ্জ৷ আগামী শনিবার সকাল ৯টায় করিমগঞ্জ শহরের অনুকূলসাগর পার সংলগ্ন প্রাঙ্গণে (অর্থাৎ এলআইসি অফিসের বিপরীতে) অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে৷ পরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান করোনা মহামারীর কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যথাযথ শারীরিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করা হবে এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। সকলে যাতে মাস্ক পরিধান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুরোধ করেছেন তাঁরা।
এই অনুষ্ঠানেরই অঙ্গ হিসাবে সন্ধ্যা ৬টায় এক ‘অনলাইন আলোচনা` সভারও আয়োজন করা হয়েছে৷ “ভোরের আলো” ইউটিউব চ্যানেলে তা সরাসরি সম্প্রচার করা হবে৷ উক্ত সভায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখবেন’ সারা বাংলা বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন সমিতি, কলকাতা’-র সম্পাদক কমল সাঁই।