Barak UpdatesHappeningsBreaking News
কালো ব্যাজ পরে শিলচর শহরে রূপমের মৌন মিছিল
ওয়েটুবরাক, ৩০ জুলাইঃ গত ২৬ জুলাই আসাম-মিজোরাম সীমান্তে নৃশংস হত্যার প্রতিবাদে আজ শুক্রবার রূপমের আহ্বানে কালো দিবস পালন করা হয়। সদস্যরা কালো ব্যাজ পরে মৌন মিছিল করেন। শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে পথচারী সবাইকে কালো ব্যাজ পরিয়ে দেন।পরিক্রমার শেষে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান।
এছাড়া, বরাক উপত্যকার সংস্কৃতিপ্রেমী জনসাধারণ ও সচেতন নাগরিকদের কাছে তাঁরা আবেদন করেন, যাতে কোনও অবস্থাতেই তারা কোনও ধরনের প্ররোচনায় পা না দেন। কারণ বরাক উপত্যকার প্রচুর মানুষ চাকরি ও ব্যবসায়িক সূত্রে মিজোরামে বসবাস করছেন।
এই বর্বরোচিত ঘটনায় যারা শহিদ হয়েছেন তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আজকের এই কালো দিবসে রূপমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ পাল, জয় বরদিয়া, উত্তমকুমার সরকার, সুভাষ বর্মন, দীপঙ্কর দেবরায়, দেবাশিস দাস, মিতালী দাস, সীমা পুরকায়স্থ, মনিকা রায়, শিল্পী চক্রবর্তী, তৃপ্তি দেব, নির্মল দাস, দেবাশীষ সূত্রধর, বাসব সেন, বিক্রম পাল প্রমুখ।