NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
কার্বি যুব মহোৎসবে রাষ্ট্রপতিকে আসামে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী হিমন্তের
গুয়াহাটি, ১৪ ডিসেম্বর ঃ নতুন দিল্লিতে গত চার দিন ধরে ঘাঁটি গেড়ে থাকা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে অসমের বিষয়ে আলোচনা করেছেন। এর পাশাপাশি তিনি আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য পঞ্চাশ তম কার্বি যুব মহোৎসবে অসমে আসার আমন্ত্রণ জানান। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নিজেই এ কথা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন, আমাদের প্রাচীন জনগোষ্ঠীর সংস্কৃতির উদযাপনের মাধ্যমস্বরূপ কার্বি যুব মহোৎসবে রাষ্ট্রপতির গৌরবময় উপস্থিতি নিশ্চিতভাবে সোনায় সোহাগা হবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সান্নিধ্য লাভের সময় সব সময়ই নিজেকে ধন্য মনে হয়। তাঁর বিনম্রতা ও সহানুভূতিশীল ব্যক্তিত্ব আমাদের সকলের জন্য এক অপরিসীম শক্তির উৎস। সাক্ষাতের সময় তার বহুমূল্য পরামর্শ লাভ করে আমি নিজে অনেক উজ্জীবিত হয়েছি।
এদিকে মুখ্যমন্ত্রী শর্মা বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেন। সৌজন্যমূলক এই সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সফলতার জন্য দলের জাতীয় সভাপতিকে অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি দলীয় সভাপতিির কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। উল্লেখ্য বুধবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন। রাজ্যের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকেও মিলিত হন।