NE UpdatesHappeningsBreaking News
কার্বি আংলঙে ঠিকাদারকে তুলে নিয়ে খুন, ধৃত ৬ প্রাক্তন জঙ্গি
ওয়েটুবরাক, ২৫ ডিসেম্বর: কারবি আংলঙের রেল ঠিকাদার অপহরণ ও হত্যার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলে প্রাক্তন জঙ্গি। মূল অভিযুক্ত সানা সিংহ ভেঙে দেওয়া ডিমা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র ক্যাডার। ঠিকাদার রতন দত্তকে অপহরণ ও হত্যার জন্য সানা কাজে লাগায় আদিবাসী ন্যাশনাল লিবারেশন আর্মি (আনলা)-কে।
পুলিশ জানিয়েছে, ১৯ ডিসেম্বর থেকে সন্ধানহীন ছিল রতন। এজাহার পেয়ে তদন্তে নেমে তারা প্রথমে সানা সিংহকে জিজ্ঞাসাবাদ করে। জেরার চাপে সানা স্বীকার করে, ব্যক্তিগত শত্রুতার দরুন আনলাকে দিয়ে হত্যা করিয়েছে রতনকে। পরে গোলাঘাটের গভীর জঙ্গল থেকে রতনের মৃতদেহ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় আনলার পাঁচ সদস্যকে।