Barak UpdatesHappeningsBreaking News
কার্ফুর দরুন শিলচরের রেলযাত্রীরা বিপাকে, এগিয়ে গেলেন কংগ্রেস নেতারা
ওয়েটুবরাক, ১৭ জুনঃ কার্ফুর সময় পুলিশের কড়াকড়ি তীব্র হতেই শিলচরে নেমে রেলযাত্রীরা বিপাকে পড়ে যান। অটোচালকরা জানিয়ে দেন, শহরের বাইরে কোথাও যাবেন না। এমনকী শহরতলিতেও নয়। কারণ যাত্রীদের নামিয়ে ফিরে আসার সময় কার্ফু শুরু হয়ে যাবে। তাতে তাদের মুশকিলে পড়তে হবে। সঙ্কটে পড়ে যান যাত্রীরা। সে কথা জানতে পেরে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর রেলস্টেশনে ছুটে যান। চালকদের সঙ্গে কথা বলে তাঁরা যোগাযোগ করেন পুলিশ সুপার বৈভব নিম্বলকরের সঙ্গে। পুলিশ সুপার জানিয়ে দেন, যাত্রীদের টিকিটের প্রতিলিপি চালকরা যেন মোবাইলে নিয়ে রাখেন। ওই টিকিট দেখিয়ে রেলযাত্রীদের বাড়ি পৌঁছনোর কথা বললেই রেহাই মিলবে। তাঁর কথা শুনে দ্রুতই সমস্যার সমাধান হয়। চালকরা যাত্রীদের নিজ নিজ স্থানে পৌঁছে দিতে সম্মত হন।
এই প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত, অভিজিত পাল ও মোহনলাল দাস।