Barak UpdatesHappeningsBreaking News
কারিগরি ব্যবহার পরিবর্তন করে দিয়েছে আমাদের জীবন, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে রাজ্যপাল
২১ জানুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয় ২৬ বছর পূর্ণ করল। মঙ্গলবার, ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যপাল জগদীশ মুখি। বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষার মূল কথা হচ্ছে একজন ব্যক্তিত্ববান ও আদর্শ মানুষ তৈরি করা। রাজ্যপাল বলেন, বিজ্ঞান ও কলা একে অন্যের পরিপূরক। সেসঙ্গে তিনি বলেছেন, কারিগরি সামগ্রী ও তার ব্যবহার প্রতিনিয়ত আমাদের জীবন পরিবর্তন করে চলেছে। তাছাড়া মহাকাশে পাড়ি দেওয়া আজ আমাদের কাছে আর স্বপ্ন নয়। মানুষ ও যন্ত্রের সম্পর্কের জায়গা আজ আমাদের চোখের সামনে।
এ দিন রাজ্যপালের ভাষণের আগে বক্তব্য রাখেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য দিলীপ চন্দ্র নাথ।