NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
কামাখ্যায় পুজো দিলেন মমতা, সঙ্গী সুস্মিতা
ওয়েটুবরাক, 21 ডিসেম্বরঃ মেঘালয়ে আসবেন 21-22 ডিসেম্বর, দলের নতুন বিধায়কদের সঙ্গে কথা বলবেন তখন, এই কর্মসূচি যখন প্রাথমিক ভাবনায় আসে, তখনই তাঁর মনে আসে, কামাখ্যামন্দিরে যাবেন, মায়ের পুজো দেবেন। শেষপর্যন্ত মেঘালয়ের কর্মসূচি চূড়ান্ত হয়নি। রাজ্যের নতুন নেতৃবৃন্দ জানিয়েছেন, বড়দিনের পর তিনি এলেই ভালো। কিন্তু তখনই যে তাঁর মনে হয়েছিল, কামাখ্যায় যাবেন। তাই মেঘালয় যাওয়া না হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিশেষ বিমানে গুয়াহাটি চলে আসেন। বিমানবন্দর থেকে সোজা যান কামাখ্যা মন্দিরে। সঙ্গে এসেছিলেন তাঁর বৌদি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা। গুয়াহাটিতে এসে তাঁর সঙ্গী হন সাংসদ সুস্মিতা দেব। সবাই মিলে কামাখ্যা মায়ের পুজো দেন। কারও সঙ্গে কোনও কথা নেই, সংবর্ধনা-সভা-সমিতি কিছু নয়। সোজা চলে যান বিমানবন্দরে। সেখান থেকে কলকাতায়।
পরে সুস্মিতা জানান, কিছুসময় একসঙ্গে থাকার সুবাদে কিছুটা রাজনৈতিক কথাবার্তা হয়েছে। মূলত সংসদের কাজকর্ম এবং ত্রিপুরার সাংগঠনিক অবস্থা নিয়েই দুজনের মধ্যে বাক্য বিনিময় হয়। সুস্মিতার কথায়, মেঘালয়ে দলের শক্তি অন্যের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন চব্বিশে ত্রিপুরায় সাফল্য পেলেই অসমে সংগঠন বিস্তারে ঝাঁপাবেন মমতা, ইঙ্গিত দিয়েছেন দিদি।