NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
কামাখ্যাগামী ট্রেন দুর্ঘটনা, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক
ওয়েটুবরাক, ১২ অক্টোবর : বুধবার রাতে দিল্লি থেকে কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও অবধি ৪ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ৭০ জন। এদের মধ্যে প্রায় ৩০ জন যাত্রীর অবস্থা সঙ্কটজনক। বুধবার রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ। বৃহস্পতিবার সকালে শুরু হল রেললাইন মেরামতির কাজ। এদিকে, রেল দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। রুট পরিবর্তনও করা হয়েছে বিভিন্ন ট্রেনের।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে রেলের তরফে জানানো হয়েছিল, ৫-৬টি কামরা লাইনচ্যুত হয়েছে। কিন্তু উদ্ধারকাজ শুরু হতেই দেখা যায়, গোটা ট্রেনটিই লাইনচ্যুত হয়েছে। একটি কামরাও ট্র্যাকের উপরে অক্ষত অবস্থায় নেই। কিছু কামরা গড়িয়ে পড়েছে রেললাইনের পাশের ট্র্যাকে। আবার কয়েকটি কামরা বেঁকে আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের বগির নীচ থেকে চাকা ভেঙে পাশে পড়ে থাকতেও দেখা যায়। উপড়ে গিয়েছে রেললাইনও৷
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল। বিভাগীয় আধিকারিকরা জানিয়েছেন, ভয়ঙ্কর বিপর্যয় ঘটতে পারত। অল্পের জন্য সেই বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের ২১টি কামরাই লাইনচ্যুত হলেও, হতাহতের সংখ্যা কম। যেভাবে কামরাগুলি উল্টে গিয়েছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত।
গোটা বিষয়টির উপরে নজর রাখছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বৃহস্পতিবার ভোরেই রেলের তরফে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। অন্যদিকে, দুর্ঘটনার কারণে একাধিক ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। গতকালই ২টি ট্রেন বাতিল ও ২১টি ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছিল। এদিন আপ ও ডাউন লাইন মিলিয়ে আরও কিছু ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করে দেওয়া হল।