NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কামতাপুরের কথা আসতেই পৃথক বরাকের দাবি তুলল বিডিএফ
ওয়েটুবরাক, ২০ জানুয়ারি : কামতাপুরকে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু হয়েছে। যদি কামতাপুরকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেবার উদ্যোগ নেওয়া হয় তবে দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে পৃথক বরাকের দাবিকেও মান্যতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়।
তিনি বলেন, অসমিয়া আধিপত্যবাদ মেনে নিতে রাজি হয়নি বলে আসাম থেকে একে একে বিযুক্ত হয়েছে মেঘালয়, মিজোরামের মতো রাজ্যগুলি। বড়োল্যান্ড সহ আরও অনেক অঞ্চল থেকেও একই দাবি উঠছে। একমাত্র বরাক উপত্যকার বাঙালিরা সমন্বয়ে বিশ্বাসী বলে এখান থেকে এই দাবি বিগত দিনে তেমন জোরদার হয়নি। কিন্তু ক্রমাগত বঞ্চনা, বৈষম্যের শিকার এই উপত্যকার জনগণ এবার আত্মনিয়ন্ত্রণের অধিকার চাইছেন। তাই বিভিন্ন মহল থেকে পৃথকীকরণের দাবি জোরদার হচ্ছে। গত দশবছর ধরে ডিমাসারা যে ডিমারাজি রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সে কথারও উল্লেখ করেন তিনি৷