India & World UpdatesHappeningsBreaking News
কানাডার নাগরিকদের ভিসার আবেদন স্থগিত রাখল ভারত সরকার
এদিন কানাডার নাগরিকদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়া সাসপেন্ড করে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক জানাচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন অরিন্দম বাগচী জানান, বিদেশমন্ত্রক নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করছে। আপাতত ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে কানাডায় ভারতীয় দূতাবাস কর্মীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সর্বদা বিশ্বাস করি, দূতাবাসকর্মীদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারের। কিছু জায়গায় আমাদের নিজস্ব নিরাপত্তাও রয়েছে। তবে নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাই না। কারণ এটি উপযুক্ত পরিস্থিতি নয়।’
তিনি আরও দাবি করেন, জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কানাডা। তাঁর কথায়, ‘আমরা চাই, কানাডা সরকার অবিলম্বে ব্যবস্থা নিক। আমরা ২০-২৫ জনকে ভারতে প্রত্যর্পণের আবেদন অনেক বছর ধরে জানাচ্ছি কানাডা সরকারকে। কিন্তু কোনও সাহায্য পাইনি।’
কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ভূমিকা রয়েছে বলে সোমবার অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।