Barak UpdatesHappeningsBreaking News

কাটিগড়ায় বিজেপি কর্মীদের হাতে তাড়া খেলেন কমলাক্ষ

ওয়েটুবরাক, ২০ জুলাইঃ মন্ত্রী পীযূষ হাজরিকার সফরসঙ্গী হয়ে শনিবার কাটিগড়ায় গিয়েছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সেখানে তিনি একদল বিজেপির কর্মীর হামলার মুখে পড়েন। গো ব্যাক ধ্বনি শুনতে শুনতে আক্ষরিক অর্থেই তিনি সেখান থেকে পালিয়ে এসেছেন। উত্তেজনাকর পরিস্থিতিতে মন্ত্রী হাজরিকা এবং জেলাশাসক রোহনকুমার ঝাকে নীরব থাকতে দেখা যায়।

কংগ্রেস ত্যাগ করলেও তিনি এখনও বিজেপিতে যোগ দেননি। কংগ্রেসে থাকার সময় তাঁকে নিয়ে আতঙ্ক ছিল, তিনি শিলচর সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্ধিতা করতে চান। তাই আসনটি তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত বলে ঘোষণার আগে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে শিলচর ইন্দিরা ভবনে হাঙ্গামার মুখে পড়তে হয়। তাঁর নামে মুর্দাবাদ ধ্বনি ওঠে, কুশপুতুলও পোড়ান তাঁর তখনকার স্বদলীয় কর্মীরা।

এখন তিনি বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ না দিলেও গেরুয়াবাহিনীর জন্য নির্বাচনী ও সাংগঠনিক কাজকর্ম করে চলেছেন। এখানেও তাঁকে নিয়ে কাছাড় জেলায় আতঙ্ক। বিজেপির অন্দরমহলে কানাঘুষো চলছে, তিনি আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়া আসনে পদ্মফুল প্রতীকে লড়বেন। সেখান থেকেই বিজেপি টিকিটের আর এক দাবিদার, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের সঙ্গে দ্বন্ধ দেখা দিয়েছে কমলাক্ষের। শনিবার মন্ত্রীর সঙ্গে তাঁকে পেয়েই জৈনের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। কমলাক্ষের এক সমর্থককে শারীরিক হেনস্তার মুখে পড়তে হয়। অবস্থা খারাপ দেখেই নিরাপত্তা রক্ষীরা কমলাক্ষকে গাড়িতে তুলে দেন। তিনি পরে মন্ত্রীকে রেখেই সেই স্থান ত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker