NE UpdatesHappeningsBreaking News
কাজিরঙায় হাতি উৎসবের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মুর্মু
গুয়াহাটি, ৭ এপ্রিল ঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার আসামের কাজিরঙা ন্যাশনাল পার্ক হাইস্কুলের খেলার মাঠে দুদিনের ‘হাতি উৎসব-২০২৩’এর উদ্বোধন করেন। এ দিন ভাষণ প্রসঙ্গে দ্রৌপদী মুর্মু বলেন, আমাদের সমাজে প্রকৃতি ও সংস্কৃতি একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। হাতি অর্থাৎ গজরাজ আমাদের ঐতিহ্যের সবচেয়ে সম্মানিত। পূজায় প্রথমে গজানন্দকে পূজার্চনা করা হয়। তিনি বলেন, আমাদের দেশেও হাতিকে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। হাতিকে জাতীয় ঐতিহ্যশালী প্রাণীর স্থান দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, গজোৎসব-২০২৩ উদ্বোধন করতে পেরে আমি খুবই আনন্দিত। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল হাতিদের রক্ষা করা, তাদের প্রাকৃতিক আবাসস্থল বজায় রাখা এবং এলিফ্যান্ট করিডোরকে বাধামুক্ত রাখা। একই সময়ে, মানব-হাতি সংঘর্ষ সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করা এই প্রকল্পের লক্ষ্য এবং চ্যালেঞ্জ উভয়ই। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং রাজ্যপাল গোলাবচাঁদ কাটারিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ দিকে রাষ্ট্রপতি বিকেলে ‘মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অভিযান-২০২৩’-এর ফ্ল্যাগ অফ করেন। পরে সন্ধ্যায় গুয়াহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। শনিবার দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি তেজপুরের বিমান বাহিনী স্টেশনে সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে চড়ে তা প্রত্যক্ষ করবেন। এদিকে, রাষ্ট্রপতি মুর্মু কোহোরাতে অসমীয়া শিল্পীদের ভর্তাল, ঝুমুর এবং বিহু নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশনাও প্রত্যক্ষ করেছেন।