Barak UpdatesHappeningsBreaking News

কাজল দত্ত অন্তর্ধান : সিবিআই তদন্ত চায় বিডিএফ

১৮ ফেব্রুয়ারি: বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের  ড্রাইভার কাজল দত্তের সন্ধান বের করতে  চাপ সৃষ্টির জন্য বুধবার তাঁর আইরংমারার বাড়িতে গিয়েছিলেন মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেব৷ আজ বৃহস্পতিবার গিয়েছেন বরাক  ডেমোক্রেটিক ফ্রন্ট এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় ও আহ্বায়ক জহর তারণ। তাঁরা এ ব্যাপারে সিবিআই তদন্তের জোরালো দাবি জানান৷

Rananuj

এদিন বিডিএফ কর্তাদের কাজল দত্তের মা শেফালিদেবী জানান, ২০১৬ সালের এক সোমবার নিয়মিত কাজে সকালে পরিমল বাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় তার ছেলে। কিন্তু পরবর্তী মঙ্গলবার অব্দি সে ফিরে আসেনি এবং স্থানীয় থানা থেকে জানানো হয়, তিনি নিখোঁজ। মন্ত্রীর বাড়ির কেউ তাকে এই খবরটি দেবার মতো সৌজন্যবোধ পর্যন্ত দেখাননি। এরপর তাঁরা কাজলের খোঁজে দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন। মন্ত্রী নিজে ওদের মামলা না করার নির্দেশ দিয়েছেন৷  বলেছেন, তারাই মামলা করবেন এবং অবশ্যই তাকে খুঁজে বের করবেন। কিন্তু এরপর পাঁচ বছর অতিক্রান্ত। এখন অব্দি কাজল দত্তের কোনও খবর পাওয়া যায়নি।

কাজলবাবুর পরিবারের সদস্যরা জানান, রোজকান্দি বাগানের ভিতর ১০০০ বিঘা জুড়ে মন্ত্রী পরিমলের ছেলের একটি ফিসারি রয়েছে। তৎকালীন তদন্তকারী অফিসার মামলার তদন্তে নেমে সেই ফিসারির পারে নিখোঁজ কাজলের ফোনটি খুঁজে পেয়েছিলেন। তারপর রহস্যজনক ভাবে সেই পুলিশ আধিকারিককে ট্রান্সফার করে দেওয়া হয়। শুধু তাই নয়, এরপর আরও তিনজন ওসি সংশ্লিষ্ট থানায় পোস্টেড হলেও এই ব্যাপারে তদন্ত শুরু করার পরপরই তাদেরও ট্রান্সফার করা হয়েছে।

সমস্ত ঘটনা শুনে বিডিএফ নেতারা বলেন, রাজ্যের একজন পূর্ণমন্ত্রী গত পাঁচ বছর ধরে তার নিখোঁজ ড্রাইভারের সন্ধান বের করতে পারছেন না, এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কী হতে পারে? প্রদীপ দত্তরায় বলেন, অন্তত যে মায়ের কোল খালি হয়ে গেছে তাঁর প্রতি সহানুভূতিশীল হতে পারতেন মন্ত্রী ,তাঁদের অন্নসংস্থানের জন্য পরিবারের অন্য কাউকে চাকরি দিতে পারতেন। কিন্তু এই ব্যাপারে চূড়ান্ত উদাসীনতা দেখিয়েছেন তিনি।  তাই সিবিআই তদন্তের মাধ্যমে কাজল দত্তের সন্ধান বা অন্তর্ধান রহস্য উন্মোচন করার দাবি জানায় বিডিএফ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker