Barak UpdatesBreaking News
কাছাড়ে দুগ্ধ প্রকল্প বাস্তবায়নে ব্যাংক আধিকারিকদের নিয়ে জেলা প্রশাসন ও নাবার্ডের কর্মশালা
১১ সেপ্টেম্বর : কাছাড় জেলা প্রশাসন ও ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের যৌথ উদ্যোগে বুধবার শিলচরের এক হোটেলে দুগ্ধ উন্নয়ন প্রকল্প নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজার ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই কর্মশালার উদ্বোধন করে জেলাশাসক লয়া মাদ্দুরি বলেন, ব্যাংকগুলোকে সহজ পদ্ধতিতে দুগ্ধ প্রকল্প স্থাপনে বেকার যুবকদের ঋণ দিতে হবে। এতে তাঁরা এই প্রকল্প স্থাপনে উৎসাহিত হবে। তিনি ব্যাংক আধিকারিকদের এ ব্যাপারে বেকার যুবকদের সহায়তা করার অনুরোধ জানান।
জেলাশাসক এ দিন কর্মশালায় উপস্থিত কাছাড় ও হাইলাকান্দি জেলার বিভিন্ন ব্যাংকের আধিকারিকদের নিজ নিজ জেলায় প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্ব দিতেও অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, এখানে দুধ প্রক্রিয়াকরণে তেমন ভাল ইউনিট নেই, এজন্য দুধ ব্যবসার সঙ্গে জড়িতদের এগিয়ে আসতে হবে। এতে এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি এ ব্যাপারে বিভিন্ন অংশিদারদের কাছ থেকে সহায়তা পাবেন বলে আশা ব্যক্ত করেন।
এ দিন নাবার্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার এস আর সামন্তারা এই প্রকল্পের ব্যাপারে বিস্তৃত ব্যাখ্যা দিয়ে এর প্রধান লক্ষ্যগুলো তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন করে নতুন সুযোগ-সুবিধার মাধ্যমে এর সঙ্গে জড়িতদের অবহিত করতে হবে। তিনি বলেন, যেহেতু এই প্রকল্পটি যথাযথ বাস্তবায়নে আসাম অনেকটা পিছিয়ে রয়েছে, তাই জোরদার গতিতে এর জন্য কাজ করতে হবে। এ দিন পরে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এক ইন্টারেকটিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।