Barak UpdatesBreaking News

নয়া নির্দেশ : ভোট দিতে ভোটার স্লিপের সঙ্গে বিকল্প নথি লাগবে
Voter slip will not be recognised as standalone identity proof for voting

২৩ মার্চ : ভোটারদের ভোট দেওয়ার সময় ফোটো ভোটার স্লিপকে একমাত্র নথি হিসেবে মেনে নেওয়া হবে না। কমিশন সূত্রে এ কথা জানানোভহয়েছে।

নির্বাচন আয়োগের নির্দেশ অনুসারে ভোটারদের চিহ্নিতকরণের জন্য ফটো ভোটার স্লিপকে বিকল্প নথি  হিসেবে ব্যবহার করতে দেওয়া হয়েছিল l কিন্তু দেখা গেছে, এটিকে একমাত্র নথি হিসেবে দর্শিয়ে কেউ কেউ এটিকে অপব্যবহার করতে পারেন।

যেহেতু সচিত্র ভোটার তালিকা আগেই প্রকাশ করা হয়েছিল এবং তা বিএলওদের কাছে বিতরণ করা হয়েছে,তাই ফটো ভোটার স্লিপ কোনও সুরক্ষা বৈশিষ্ট্যকে অন্তর্ভুক্ত করে না l ফলে ফটো ভোটার স্লিপকে একমাত্র নথি হিসেবে ভোট দেবার জন্য গ্রাহ্য করা হবে না। তাই ভোটারদের সচিত্র ভোটার আইডেন্টিটি কার্ড অথবা ১১টি  বিকল্প নথি ভোটদানের সময় দেখাতে হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker