Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় জেলায় সরকারি উদ্যোগে কাতি বিহু
ওয়েটুবরাক, ১৮ অক্টোবর : সমগ্র অসমের সঙ্গে সঙ্গতি রেখে মঙ্গলবার কাছাড় জেলায়ও ‘কাতি বিহু’ সহ বিভাগীয় পরিকল্পনা সচেতনতা অভিযান পালন করল কাছাড়ের কৃষি বিভাগ। এদিন জেলার শিলচর, সোনাই ও লক্ষীপুর তিন বিভাগীয় মহকুমায় আয়োজিত হয় নানা অনুষ্ঠান। শিলচর মহকুমার অন্তর্ভুক্ত উধারবন্দে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডা: রাজদীপ রায়, ডিডিসি রাজীব রায়, এডিসি যুবরাজ বরঠাকুর, জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায়, জেলা কৃষি আধিকারিক ড. এ. আর. আহমেদ প্রমুখ। সোনাই বিভাগীয় মহকুমায় জেলা কৃষি আধিকারিক আহমেদ ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিপি সভাপতি সূর্যকান্ত সিনহা, সোনাইর এসডিএও ড. নিখিল চন্দ্র দাস ও অন্যান্য কৃষি আধিকারিকবৃন্দ। লক্ষীপুর বিভাগীয় মহকুমায় অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয় ক্রিস্টিনা, এসডিএও ড. রাহুল চক্রবর্তী প্রমুখ৷
কৃষি বিভাগের অধিকারিকবৃন্দ তিনটি বিভাগীয় মহকুমায়ই প্রগতিশীল কৃষক বন্ধুদের সম্মানিত করেন৷ সঙ্গে সর্ষে, গম, মটর, রাজমা ইত্যাদি বিভিন্ন কৃষিসামগ্রী বিতরণ করা হয়৷ পিএমকিষান, পিএমএফবিওয়াই, আরকেভিওয়াই প্রভৃতি সম্পর্কে তাদের অবগত করা হয়। পরম্পরাগত তুলসী গাছের সামনে সরাই রেখে ও সবশেষে সন্ধ্যায় “আকাশ প্রদীপ” প্রজ্জ্বলনের মাধ্যমে কাতি বিহু দিনটি স্মরণীয় করে রাখেন অতিথিবৃন্দ ।