Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজে শিক্ষককে ঢুকতে দিলেন না অধ্যক্ষ, ধর্না

ওয়েটুবরাক, ৩১ আগস্ট : ফের কলেজে ঢুকতে বাধাপ্রাপ্ত হলেন সহকারী অধ্যাপক ড. আনন্দচন্দ্র ঘোষ৷ তাঁকে ঢুকতেই দিলেন না কাছাড় কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শঙ্কর নাথ৷ প্রতিবাদে ড. ঘোষ কলেজ গেটে ধরনায় বসে পড়েন৷

তাঁর কলেজে ঢোকার ওপরে অবশ্য আগেই নিষেধাজ্ঞা ছিল৷ তিনি অনেক দিন ধরেই তাই কলেজ যাচ্ছিলেন না৷ মঙ্গলবার উচ্চ শিক্ষা দফতরের সঞ্চালক ধর্মকান্ত মিলি কাছাড় কলেজে তদন্ত করতে গেলে আনন্দ ঘোষও কলেজে যান৷ কেউ কোনও আপত্তি করেননি৷ এসিটিএ তাঁর পক্ষ নিয়ে সঞ্চালককে লিখিত ভাবে জানায়, তাঁকে কলেজ ঢুকতে বারণ করে অধ্যক্ষ অনৈতিক কাজ করছেন৷ পূর্ণ বেতন দিয়ে কলেজে ঢুকতে বারণ সরকারি অর্থেরই অপচয়৷ ওই সূত্র ধরেই ড. ঘোষ বুধবার কলেজে প্রবেশ করতে চান৷ তখনই জানিয়ে দেওয়া হয় অধ্যক্ষের নির্দেশ৷

আনন্দ বলেন, “অধ্যক্ষ তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ এনে নানা রকমের ব্যবস্থা গ্রহণ করেছিলেন, আমি সেগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে গিয়েছিলাম৷ আদালত তাঁর সমস্ত অভিযোগ খারিজ করে দেয়৷ আমি আদালতের নির্দেশ কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি৷ এর পরও আমাকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ আমি এর বিচার চাই৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker