Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজে এনএসএস দিবস উদযাপন
২৪ সেপ্টেম্বরঃ বৃহস্পতিবার কাছাড় কলেজের এনএসএস শাখা কোভিড বিধি মেনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাষ্ট্রীয় সেবা যোজনা বা এনএসএস দিবস উদযাপন করে। বেলা ১২টা থেকে অন্তর্জালের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুবসমাজকে সম্বোধন ও মত বিনিময়ের যে উদ্যোগ নেন, কাছাড় কলেজের এনএসএস ভলান্টিয়াররা তাতে অংশগ্রহণ করেন৷ ছিলেন, অধ্যক্ষ, প্রোগ্রাম অফিসার, কতিপয় শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনিক কর্মচারীরা। প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে উতসাহী ছাত্রছাত্রীরা শুনতে পারে, সে জন্য একটি প্রশস্ত কক্ষে কম্প্যুটারের পর্দায় তা দেখা ও শোনার ব্যবস্থা করা হয়। ছাত্রছাত্রীরা কোভিড বিধি মেনে অনুষ্ঠানটি উপভোগ করে।
বেলা দেড়টায় কাছাড় কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থশঙ্কর রায় এনএসএসের পতাকা উত্তোলন করেন। এনএসএস প্রোগ্রাম অফিসার হুনাসিং ইংতি সহ এনএসএস ভলান্টিয়ার, কতিপয় শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনিক কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন। জাতির পিতা মহাত্মা গান্ধীর স্বপ্নের এই প্রকল্পের যথার্থ তাৎপর্য ছাত্রসমাজ যাতে উপলব্ধি করতে পারে এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে সমাজের মানুষের দুঃখবেদনায় তারা যাতে সেবার মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারে, কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থশঙ্কর রায় সে ব্যাপারে ছাত্রদের উতসাহ দান করেন।
এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক ইংতি এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা তাঁদের ভাষণে পরিবেশ, প্রকৃতি ও মানবসেবায় ছাত্রসমাজের ভূমিকা যে খুবই গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় সেবা যোজনার মাধ্যমে কীভাবে একে সফল করে তোলা যায়, তা বুঝিয়ে বলেন। দেশের সরকার যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের আওতায় প্রত্যেক কলেজে এই যোজনাটি চালিয়ে যাচ্ছে এবং এতে সফলভাবে কাজ করে শংসাপত্র জোগাড় করতে পারলে উচ্চশিক্ষা ও চাকরিতে অগ্রাধিকার পাওয়া যায়, সে ব্যাপারে ছাত্রদের অবহিত করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।