NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে নতুন আন্দোলনসূচি ঘোষণা এসিটিএ-র

শশাঙ্কশেখর ধরকে বদলানোর কথাও থাকবে স্মারকলিপিতে

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বরঃ কাছাড় কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থশঙ্কর নাথকে অপসারণের দাবিতে জোটবদ্ধ হয়েছেন গোটা রাজ্যের কলেজ শিক্ষকরা। বৃহস্পতিবার শুধু কাছাড় জোনাল কমিটি কালো ব্যাজ পরিধানের সিদ্ধান্ত নিয়েছিল৷ কিন্তু পরে করিমগঞ্জ, হাইলাকান্দি জোনের কলেজ শিক্ষকরাও এ দিন কালো ব্যাজ পরে আক্রমণের ঘটনার নিন্দায় সরব হন। করিমগঞ্জ কলেজে প্রতিবাদী সভাও অনুষ্ঠিত হয়৷

কাছাড় কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে ধরনা দেন। তাদের ধরনায় প্রচুর ছাত্রও সামিল হয়। তাদের বক্তব্য, ওই চার ছাত্রের জন্য গোটা ছাত্রসমাজ কলঙ্কিত হতে পারে না। তাঁরা শিক্ষকসমাজের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল বলে ধর্নাস্থল থেকে ঘোষণা করে৷

এ দিকে, এসিটিএ-র কেন্দ্রীয় সমিতি এ দিন জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেয়, কাছাড় কলেজ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধরনা চালিয়ে যাবে। বরাকের অন্যান্য কলেজের শিক্ষকরাও দুই থেকে পাঁচজন পালাক্রমে কাছাড় কলেজে গিয়ে ধরনায় সামিল হবেন। প্রতিটি ইউনিট থেকে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং উচ্চশিক্ষা সঞ্চালকের কাছে স্মারকলিপি পাঠানো হবে। স্মারকলিপিটি  কেন্দ্রীয় কমিটি তৈরি করে পাঠাবে। সভাপতি-সম্পাদকরা সই করে সেগুলি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং উচ্চশিক্ষা সঞ্চালকের কাছে ই-মেল করবেন। তাতে অধ্যক্ষ পদ থেকে সিদ্ধার্থশঙ্কর নাথকে অপসারণের সঙ্গে যুক্ত হবে পরিচালন সমিতির সভাপতি পরিবর্তনের দাবিও। এসিটিএর কেন্দ্রীয় কমিটির কাছাড় প্রতিনিধি সুদর্শন গুপ্ত বলেন, কলেজগুলির পরিচালন সমিতিতে একজন শিক্ষাবিদকেই নিযুক্ত করার কথা। কিন্তু কাছাড় কলেজের বর্তমান সভাপতি শশাঙ্কশেখর ধর একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসার। ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কোনও ধারণা তাঁর নেই।

কাছাড় কলেজের শিক্ষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর রাজ্য জুড়ে শিক্ষকরা কালো ব্যাজ পরিধান করবেন বলে গুপ্ত জানিয়েছেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি হিমাংশু মরাল বৃহস্পতিবার উচ্চশিক্ষা সঞ্চালকের সঙ্গে সাক্ষাৎ করেন। কাছাড় প্রতিনিধি সুদর্শন গুপ্তও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন । তাঁরা বুধবারের ঘটনা সঞ্চালকের কাছে তুলে ধরেন। শীঘ্রই সিদ্ধার্থ শঙ্কর নাথকে অপসারণের জোরালো দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker