Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে ৮৪৯টি স্কুলে শৌচাগার রক্ষণাবেক্ষণের মউ স্বাক্ষরিত
ওয়েটুবরাক, ২৯ আগস্ট : স্বচ্ছ ভারত মিশনের অধীনে স্কুলগুলিতে স্যানিটেশন কভারেজকে ত্বরান্বিত করতে, গত ২৪ আগস্ট জেলা কমিশনার রোহন কুমার ঝা এবং ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের পাওয়ারগ্রিড, শিলঙের জেনারেল ম্যানেজার থানভির মান্দায়াপুরথের এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সুপ্রিয় পালের মধ্যে দুই বছরের জন্য স্কুলগুলিতে শৌচাগার রক্ষণাবেক্ষণের বিষয়ে মউ স্বাক্ষরিত হয়।
সিএসআর প্রকল্পের অধীনে পাওয়ারগ্রিড দ্বারা স্বচ্ছ বিদ্যালয় অভিযানের অন্তর্গত ৪.০৭ কোটি টাকা ব্যয়ে কাছাড় জেলার ৮৪৯টি স্কুলে শৌচাগার মেরামত ও নির্মাণ করা হয়েছে। এর প্রকল্প সমন্বয়কারী হিসেবে রয়েছেন কাছাড়ের শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন l