India & World UpdatesHappeningsBreaking News
মণিপুরে এসে দেখে যান, প্রধানমন্ত্রীকে রাহুল
ওয়েটুবরাক, ৯ জুলাই : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইম্ফলে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীর কাছে মণিপুরে এসে প্রকৃত পরিস্থিতি দেখার আর্জি জানাচ্ছি।’’
গত বছরের মে মাসের গোড়ায় গোষ্ঠীহিংসা শুরুর পরে এই নিয়ে তৃতীয় বার বিজেপি শাসিত মণিপুরে গেলেন রাহুল। প্রথম বার গত বছরের জুন মাসে হিংসায় ঘরছাড়াদের আশ্রয়শিবিরগুলি পরিদর্শনে। দ্বিতীয় বার, চলতি বছরের জানুয়ারিতে। ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উপলক্ষে। এরই মধ্যে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। শাসক বিজেপি এবং তার সহযোগী এনপিএফ-কে হারিয়ে সে রাজ্যের দু’টি লোকসভা আসনই জিতে নিয়েছে কংগ্রেস।
তৃতীয়বার সোমবার শিলচর থেকে মণিপুরের জিরিবাম যান রাহুল। সেখানকার আশ্রয়শিবিরে ঘরছাড়া পরিবারগুলির সঙ্গে কথা বলেন। এর পরে ইম্ফলের উদ্দেশে রওনা হন তিনি।