Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২৮ পরিবারকে এক লক্ষ করে অনুদান
ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর : সাম্প্রতিক বন্যায় সম্পূর্ণরূপে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া কাছাড় জেলার ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লক্ষ টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়েছে৷ মঙ্গলবার শিলচরের গান্ধীভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা সহ বিশিষ্ট ব্যক্তিরা এই এককালীন অর্থসাহায্য তুলে দেন l
একই অনুষ্ঠানে স্বামীহারা ৪৮০ মহিলাকে ২৫ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। জেলাশাসক ঝা বলেন, রাজ্য সরকারের ইন্দিরা মিরি ইউনিভার্সাল বিধবা পেনশন প্রকল্পের অধীনে কাছাড় জেলায় যারা ভাতা পাচ্ছেন, সেই ভাতার অতিরিক্ত এই এককালীন অর্থ সাহায্য। পাশাপাশি সাম্প্রতিক বন্যায় বসতবাড়ি নষ্ট হওয়া পরিবারগুলিকেও এই অনুদানের অর্থ যথাযথ কাজে লাগাতে পরামর্শ দেন তিনি৷ জেলাশাসক জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ইতিমধ্যে ৯৫ হাজার ১০০ টাকা করে পেয়েছেন৷ এই এক লক্ষ টাকার অনুদান এর অতিরিক্ত।
অনুষ্ঠানে জেলা পরিষদের সভাপতি অমিতাভ রাই বলেন, রাজ্য সরকারের এই পদক্ষেপের দরুন সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত জেলার মানুষ এবং বিধবা মহিলারা উপকৃত হবেন৷ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কাছাড়ের ডিডিসি রাজীব রায় l পরে তেজপুরে অনুষ্ঠিত রাজ্যস্তরের অনুরূপ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়৷ সেখানে মুখ্যমন্ত্রী ডা: হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভিন্ন মন্ত্রী, সাংসদ ও বিধায়কগণ অংশ নেন l
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রতীকী চেক তুলে দেওয়া হলেও উপকৃতরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরটিজিএস-র মাধ্যমে অনুদানের অর্থ পাবেন।