Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের মাওবাদী মামলাতেই কলকাতায় ধরা হয়েছে সম্রাটকে
ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর : সোমবার কলকাতায় ধরা পড়ল মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী৷ কাছাড়ের মাওবাদী মামলার তদন্তে নেমেই তার সন্ধান পায় এনআইএ৷ পরে তারা তাকে গ্রেফতারের ছক কষেন এবং সফল হন৷ এও অবশ্য খুব সহজ ছিল না৷ কারণ অসংখ্য নাম গ্রহণ করতে করতে তার আসল নামটা কেউ জানেনই না৷ এর ওপর কিষাণজি ঘনিষ্ঠ মাওবাদী নেতা গোডাউনে কাজ করছেন, এটা ভাবাও যে প্রায় অসম্ভব৷
এনআইএ জানিয়েছে, ৩৭ বছর বয়সী এই মাওনেতা অর্ঘ, নির্মল, নির্মাণ, অমিত, নীলকমল শিকদার ইত্যাদি নানা নাম গ্রহণ করেছিল৷ মূল বাড়ি দমদম থানা এলাকার শেঠ বাগান রোডে৷ তাকে ধরা হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর নারায়ণ স্কুলের পাশে মহেশপাটা থেকে৷ কাছাড় জেলার পাতিছড়া বাগান থেকে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সর্বোচ্চ নীতিনির্ধারকদের অন্যতম অরুণকুমার ভট্টাচার্য ওরফে কাঞ্চনদাকে গ্রেফতারের পরই সম্রাট তাদের তদন্তের আওতায় চলে আসেন৷ গত ২ সেপ্টেম্বর কাঞ্চনদা সহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও তদন্ত প্রক্রিয়া গুটিয়ে নেয়নি এনআইএ৷ বরং আরও বিশদ তথ্য সংগ্রহ করতে থাকে৷ তখনই বেরিয়ে আসে, মাওবাদী শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে পশ্চিমবঙ্গের নেতা সম্রাট চক্রবর্তীর৷ তিনি আসাম সহ উত্তর-পূর্বে সংগঠন বিস্তারের দায়িত্বপ্রাপ্ত কাঞ্চনদার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন৷ কাঞ্চনদাকে সহযোগিতার জন্য বেশ কয়েকবার সম্রাট কাছাড় জেলা ঘুরে গিয়েছেন৷ তিনি পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়েতে থাকেন৷ এর পরই তাকে খুঁজে বার করতে চেষ্টার ত্রুটি রাখেননি এনআইএ তদন্তকারীরা৷