NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

কাগজ কল কর্মীদের জন্য কিছু করুন, কেন্দ্র-রাজ্যকে প্রদীপ

২৭ মে: কাগজ কল কর্মীদের দুর্দশার কথা ভেবে তাদের পাশে দাঁড়াতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন প্রাক্তন ছাত্রনেতা তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্তরায়৷ তিনি বলেন, পেপার মিলের শ্রমিকরা আজ খেতে পাচ্ছেন না । তাদের জন্য কথা বলার কেউ নেই । সরকার প্রতিশ্রুতি দিয়েছিল পেপার মিল খুলে দেওয়া হবে। কিন্তু মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্পের জন্য কেন্দ্র ৩ লক্ষ কোটি টাকা মঞ্জুর করলেও পেপারমিল দুটো খুলতে পারছে না। দীর্ঘদিন বেতনহীন থেকে লকডাউনে তাদের অসহায়ত্ব চরমে পৌঁছায়৷ সম্মানের ভয়ে সে কথা কর্মচারীরা বলতেও পারছেন না৷

Save HPC

প্রদীপবাবু তাদের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান৷ সঙ্গে অন্যান্য মধ্যবিত্তদের কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে তিনি অনুরোধ জানিয়েছেন৷ প্রদীপবাবুর কথায়, গোটা বিশ্ব সহ ভারতবর্ষে করোনায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে । তাতে ভারতবর্ষে দু’মাস ধরে লকডাউন চলছে৷ ফলে সারা ভারতের মানুষ খুব অসুবিধায় । উচ্চবিত্ত মানুষের অবশ্য কোনও চিন্তা নেই৷ নিম্নবিত্তের মানুষেরও দিন কেটে যাচ্ছে৷ সরকার  তাদের সাহায্য সহযোগিতা করছে । লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে তাদের জন্য৷ এমনকী পরিযায়ী পরিশ্রমরাও দুই হাজার টাকা করে পাচ্ছে । ফলে  মধ্যবিত্তরাই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে । তারা না সরকার থেকে কোনও সাহায্য পাচ্ছেন । না কারও কাছে সাহায্য চাইতে পারছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker