Barak Updates
কাগজ কলঃ মুখ্যমন্ত্রীকে উদ্যোগী হতে কংগ্রেস পরিষদীয় দলের আর্জিPaper Mill: Congress delegation urges CM Sonowal to take initiative
৫ অক্টোবরঃ কাগজ কল নিয়েও কথা রাখতে পারছেন না নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনের প্রচারে অসমে এসে বলেছিলেন, হিন্দুস্তান পেপার করপোরেশনের কাগজ কল দুটিকে পুনরুজ্জীবিত করে তোলা হচ্ছে। আর এখন ৭৫০ কোটি টাকায় বেঁচে দেওয়ার কথাবার্তা চূড়ান্ত হতে চলেছে। অন্যদিকে এই সময়েও রাজ্যের শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলে চলেছেন, মিলগুলি জিইয়ে তোলার জন্য বিশেষ প্যাকেজের অনুমোদন শুধু সময়ের অপেক্ষা। ফাইল এখন প্রধানমন্ত্রীর টেবিলে। ফলে কোনটা ঘটনা, কোনটা রটনা, বেতনহীন মিল কর্মচারীরা কেন, বিধায়করাও বুঝতে পারছেন না। শুক্রবার কংগ্রেস পরিষদীয় দল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে দেখা করে এই কথাই উল্লেখ করেন।
কংগ্রেস পরিষদীয় দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, এই দুই মিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে। ৩ হাজার একরের বেশি জমির ওপর মিলদুটি রয়েছে। এমন মিল তৈরিতে এখন অন্তত ২০ হাজার কোটি টাকা লাগবে। সেই জায়গায় ৭৫০ কোটি টাকায় বেঁচে দিলে বিরাট লোকসান হবে। এ প্রসঙ্গে তাঁরা অশোক পেপার মিল বেসরকারিকরণের কথা উল্লেখ করেন। বেঁচে দেওয়ার পরে মিলটিকে আর বাঁচিয়ে তোলা যায়নি।
মানুষের বকেয়া মিটিয়ে দেওয়ার প্রশ্নে মিল বেঁচে দেওয়ার যে কথা উঠেছে, তাও তাঁরা মেনে নিতে পারেননি। রকিবুল হোসেন, কমলাক্ষ দে পুরকায়স্থ, রাজদীপ গোয়ালা, রেকিবুদ্দিন আহমেদ প্রমুখ কংগ্রেস বিধায়করা বলেন, মিল পুনরুজ্জীবিত হলে বকেয়া মিটিয়ে দিতে বেশি সময় লাগবে না। আগেও বহু বার সরকারকে লভ্যাংশ দিয়েছে হিন্দুস্তান পেপার করপোরেশনের মিলদুটি। এ ছাড়া, গতকালই মধ্যপ্রদেশের নেপা পেপার মিলের জন্য ৪৬৯ কোটি টাকার রিভাইভাল প্যাকেজ মঞ্জুর হয়েছে, এর উল্লেখ করে তাঁরা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে জানতে চান, তবে অসম পাবে না কেন একই ধরনের প্যাকেজ। তাঁরা এ ব্যাপারে সোনোয়ালকে ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। এই পরিষদীয় দলের সঙ্গে ছিলেন এইচপিসি রিভাইভাল অ্যাকশন কমিটির আহ্বায়ক সঞ্জীব রায়ও। তিনি বেরিয়ে জানান, মুখ্যমন্ত্রী মন দিয়ে সব কথা শুনেছেন। তাঁর পক্ষ থেকে চেষ্টার ত্রুটি থাকবে না বলেও সবাইকে আশ্বস্ত করেছেন।