Barak UpdatesHappeningsBreaking News
কাগজ কলঃ বিধায়ক দিলীপ পালের বাড়ি ঘেরাও
২ ফেব্রুয়ারিঃ কাগজ কলের কর্মচারী, তাঁদের পরিবারের সদস্যবৃন্দ এবং একাংশ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ মঙ্গলবার সকালে শিলচরের বিধায়ক দিলীপ পালের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়েই ছুটে যায় বিশাল পুলিশ দল। সঙ্গে আধা সামরিক বাহিনীর জওয়ান। আন্দোলনকারীরা বিধায়কের বাড়ির সামনে ব্যানার টাঙিয়ে স্লোগান শুরু করেন। দিলীপবাবু অবশ্য ঘর থেকে বেরিয়ে গিয়ে তাঁদের ভেতরে ডেকে নেন। সমস্যার ব্যাপারে যে তিনি অবগত রয়েছেন, তাঁদের জানান। বেতনহীনতায় তাঁদের দুর্দশার কথা উপলব্ধি করে তিনি তাঁদের সামনেই মুখ্যমন্ত্রীকে ফোন করেন। সে সময় মু্খ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পুজোয় ব্যস্ত ছিলেন। পরে বেলা বারোটায় মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেন। দিলীপবাবু কর্মচারীদের বেতন মিটিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোনোয়ালকে আর্জি জানান। সোনোয়াল তাঁকে গুয়াহাটি গিয়ে এ নিয়ে কথা বলতে বলেন। বিধায়ক পরে আন্দোলনকারীদের জানান, দ্রুত তিনি এই ইস্যুতে কথা বলতে গুয়াহাটি যাবেন। তাদের বেতনের জন্য উপযুক্ত চাপ সৃষ্টি করবেন।
বিধায়কের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীদের অনেকে। তবে তাদের ১১ ফেব্রুয়ারির ঘোষিত কর্মসূচি যথারীতি হবে বলে জানিয়ে দেন তাঁরা। সেইসঙ্গে চলবে অন্যান্য বিধায়ক, সাংসদদের বাড়ি ঘেরাও কর্মসূচিও। কবে কার বাড়ি যাবেন, তা অবশ্য আগাম জানাচ্ছেন না তাঁরা।