India & World UpdatesHappeningsBreaking News
কাকাকে সরিয়ে এনসিপি সভাপতি অজিত!
ওয়েটুবরাক, ৬ জুলাই : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এ বার এনসিপি সভাপতি ‘নির্বাচিত’ হলেন অজিত পাওয়ার৷ শরদ পাওয়ারকে সরিয়ে দলের সর্বভারতীয় সভাপতি পদে তাঁরই ভাইপোকে নির্বাচন করলেন এনসিপি বিধায়কদের একাংশ৷
এর পরই শরদ পাওয়ারকে কটাক্ষ করে অজিত পাওয়ার বলেন, “সরকারি চাকরি হোক বা রাজনীতি, অবসর নেওয়ার একটা বয়স আছে। আপনারও সেই পথে এগুনো উচিত।” কাকার আশীর্বাদ প্রার্থনা করে অজিত জানতে চান, “আমাদের দলের সিনিয়ররা বলছিলেন, ২০২৪ সালে নরেন্দ্র মোদিই ক্ষমতায় আসবেন। দেশে যখন মোদি ছাড়া বিকল্প নেই, তখন তাঁকে সমর্থন করতে সমস্যা কী?”
এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল বলেন, “আমরা তাঁকে (শারদ পাওয়ার) হাত জোড় করে অনুরোধ করছি, দলের সংখ্যাগরিষ্ঠ সিনিয়র নেতা ও কর্মীদের ইচ্ছাকে সম্মান করুন।”