India & World UpdatesHappeningsBreaking News
কলকাতায় জাদুঘরের কাছে সিআইএসএফ ব্যারাকে গুলি, হত সহকর্মী
ওয়েটুবরাক, ৭ আগস্ট : শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কলকাতায় জাদুঘরের কাছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-র ব্যারাকে গুলিচালনার ঘটনা ঘটে। হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রর ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে রঞ্জিতকুমার সারেঙ্গি নামে এক জওয়ানের। আহত হন সুবীর ঘোষ নামে সিআইএসএফ-র এক অফিসার৷ গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। ঘণ্টা খানেকের চেষ্টায় পুলিশের কাছে ধরা দেন অক্ষয়। সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
অন্য এক বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, অমরনাথ যাত্রার ডিউটিতে যেতে রাজি ছিলেন না ওই জওয়ান। কিন্তু জোর করে তাঁকে পাঠানো হয়েছিল। অমরনাথ যাওয়ার পাঁচ দিনের মাথায় অক্ষয়ের বাবার মৃত্যু হয়। এর পরই তিনি ফিরে আসেন। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন ওড়িশার ঢেঙ্কানলের যুবক অক্ষয়। এ নিয়েই তাঁর মনে ক্ষোভ সঞ্চারিত হয় বলে মনে করা হচ্ছে।