NE UpdatesHappeningsBreaking News
কর্মী আক্রান্ত, ত্রিপুরা সচিবালয়ের একটি ব্লক সিল
১৮ আগস্ট : ত্রিপুরা সচিবালয়ের এক উচ্চপদস্থ কর্তা কোভিড পজিটিভ হওয়ার পর একটি ব্লক সিল করে দেওয়া হয়েছে। রাজ্যে সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় ত্রিপুরার বেশ কয়েকজন সরকারি কর্তা করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে সচিবালয়ের এক গ্রুপ ডি কর্মী কোভিড আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এখন আইন বিভাগের সচিব ও আরও কয়েকজন কর্মীর পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁরা পজিটিভ শনাক্ত হওয়ার পর রাজ্য সরকার সচিবালয়ের আইন বিভাগটি সিল করে দিয়েছে।
অন্যদিকে, ত্রিপুরায় গত রবিবার আরও ৪ জন কোভিড আক্রান্ত জিবি হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে রাজ্যে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৯। তাছাড়া ১৫৬২ জনের টেস্ট করানোর পর ১৪৩ জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। ত্রিপুরায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৭২৪০। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার বর্তমানে ৭৪.৪ শতাংশ।