Barak UpdatesHappeningsBreaking News
কর্মবিনিয়োগ কেন্দ্রে নাম পঞ্জিয়ন এখন আধার ভিত্তিক, করতে হবে পুনঃপঞ্জিয়ন
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর: আসাম সরকারের দক্ষতা , নিয়োগ ও উদ্যমশীলতা বিভাগ থেকে আসামের সব কর্ম বিনিয়োগ কেন্দ্রে নাম পঞ্জীয়ন, পুনঃপঞ্জীয়নের প্রচলিত ব্যবস্থা (Offline ) বন্ধ করে আধার সংবলিত অনলাইন (AADHAAR based online) (www.employment. assam.gov.in ) যোগে নাম পঞ্জীয়ন আরম্ভ হয়েছে ।
রাজ্য সরকার গত ১৯ জুলাই এ সংক্রান্ত এক অধিসূচনা জারি করেছে৷ এই অনুসারে ২৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখের আগে আসামের সব কৰ্মবিনিয়োগ কেন্দ্র পঞ্জীয়ন ভুক্ত হওয়া প্রার্থীদের পঞ্জীয়ন নম্বরের বৈধতা আগামী ২০২২ সনের ৩১ মার্চ তারিখ পর্যন্ত বহাল থাকবে । এই প্রেক্ষিতে জানানো হয়েছে, কৰ্ম বিনিয়োগ কেন্দ্র সমুহে ২৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখের আগে পঞ্জীয়ন করা সব প্রার্থীকে আগামী ৩১ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে অনলাইন পোর্টাল যোগে নিজের নাম পুনর্বার পঞ্জীয়ন করতে শিলচরের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সহকারি সঞ্চালক মনোজ কানু কাছাড় জেলার সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী সকলকে অনুরোধ জানিয়েছেন l