Barak UpdatesHappeningsBreaking News
করোনা মোকাবিলায় নার্সিংহোমকে তৈরি থাকতে বললেন জেলাশাসক
২৬ এপ্রিল : কাছাড় জেলায় পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম মালিকদের কোভিড চিকিৎসার জন্য তাদের হাসপাতাল প্রস্তুত রাখতে অনুরোধ জানিয়েছেন। সোমবার জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক বৈঠকে জেলাশাসক কীর্তি জল্লি জেলার কোভিড পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা করেন। জেলাশাসক বেসরকারি হাসপাতালের মালিকদের হোটেলগুলোর সঙ্গে জোট বেঁধে কাজ করার পরামর্শ দেন, যাতে তারা প্রয়োজনে মৃদু লক্ষণযুক্ত রোগীদের থাকার ব্যাবস্থা করতে পারেন। বেসরকারি স্বাস্থ্য সংস্থাপন সমিতির পক্ষে নীলাভ মজুমদার এই মহামারি মোকাবিলায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে, তাদের নিজস্ব কোভিড রোগীদের ভর্তি করার জন্য তাদের হাসপাতালগুলি প্রস্তুত রাখার জন্য। তবে তাদের লক্ষণগুলি অব্যাহত থাকলে তাদের মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হবে। জেলায় অক্সিজেন সরবরাহের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার সময় জেলাশাসককে আশ্বাস দেওয়া হয়, প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য জেলায় পর্যাপ্ত পরিমাণে মজুত ও অক্সিজেন সরবরাহের সক্ষমতা রয়েছে। তবে জেলাশাসক ব্যক্তি বা কোনও প্রতিষ্ঠানের দ্বারা অবৈধভাবে অক্সিজেন মজুত করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। এর পাশাপাশি তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৈঠকে জেলাশাসক কীর্তি জল্লি জনসাধারণকে মাস্ক এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব্যব আরোপ করেন। তিনি বলেন, একটি লক্ষণ সংক্রান্ত সমস্যাগুলি বাড়িতে নিরাময় করা যায়। তবে লক্ষণ সংক্রান্ত কেসগুলি যথাযথ এবং সময়োপযোগী চিকিৎসা করা উচিত। এ দিন বৈঠকে অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) সুমিত সাত্তাওয়ান, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া, মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট ডাঃ অভিজিৎ স্বামী, জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুদীপ জ্যোতি দাস, কাছাড় ক্যান্সার হাসপাতালের পরিচালক ডাঃ রবি কান্নান উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন সশস্ত্র বাহিনীর আধিকারিক, বেসরকারি হাসপাতালের মালিকরা এবং জেলার অক্সিজেন সরবরাহকারী এবং বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।