India & World UpdatesHappeningsBreaking News
করোনা পজিটিভ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
৬ অক্টোবর : করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে অভিনেতাকে ভর্তি করা হয়েছে ইএম বাইপাসের ধারে থাকা বেলভিউ হাসপাতালে। অভিনেতার চিকিত্সার জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সৌমিত্র বাবুর কন্যা পৌলমী চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। দেহে অক্সিজেনের মাত্রা খুব একটা কমে যায়নি। দুদিন ধরে জ্বর ছিল,চিকিত্সকদের পরামর্শে করোনা পরীক্ষা করা হয়। কো-মরবিডিটির থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃদু জ্বর রয়েছে, তবে অন্য উপসর্গ নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল অভিনেতার। তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে অভিনেতার চিকিত্সায়। জানা গিয়েছে, সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর মঙ্গলবার পরিবারের সদস্যরা বেলা ১১টা নাগাদ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করেছেন।
গত বছর নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শ্বাসকষ্ট নিয়ে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। আর এ বার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বেলভিউ হাসপাতালে। পরিবার সূত্রেই খবর, দীর্ঘদিন ঘরেই তিনি সিওপিডি-তে আক্রান্ত ছিলেন। অভিনেতার বয়সের কথা মাথায় রেখে তাঁর অন্যান্য শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিত্সকেরা।